বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:৩০

ইতালি প্রবাসী মোবারকের শীতবস্ত্র বিতরণ

ইতালি প্রতিনিধি
ইতালি প্রবাসী মোবারকের শীতবস্ত্র বিতরণ

ইতালি প্রবাসী মানবতার ফেরিওয়ালা মোবারক হোসেন ঢাকা কমলাপুর রেলস্টেশন ও উত্তরবঙ্গের কিছু অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

গত মাসের ২৪ ও নতুন বছরের চলতি মাসে তিনি এসব শীতবস্ত্র আত্বমানবতার সেবায় অসহায় মানুষদের মাঝে বিতরণ করেন। বাংলাদেশে তার পক্ষে শীতবস্ত্র বিতরনের আয়োজন করেন মানবিক সেবা ফাউন্ডেশন ও কিশোরগঞ্জ জেলা সমিতি। এর মধ্যে ঢাকা কমলাপুর রেলস্টেশনে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস আহমেদ বিশ্বাস, অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানা কমলাপুর, মোঃ আলাল উদ্দিন,কার্যকরী সদস্য নিরাপদ সড়ক চাই(নিসচা) কেন্দ্রীয় কমিটি,ফখরুল চৌধুরী, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস, অনুষ্ঠান সঞ্চালনা করেন দোলন আক্তার সাধনা-এক মুঠো আস্থা।

এ বিষয়ে মোবারক হোসেন বলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। মানবতার কাজগুলো মন থেকে করতে ভালবাসি যদিও আমি একজন সাধারন প্রবাসী কর্মজীবী। ইতালিতে থাকি তারপরও দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য মন কাঁদে। বর্তমানে দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রচন্ড পরিমানের শীত পড়েছে অথচ আশেপাশে বহুত প্রভাবশালী বিত্তশালী মানুষ আছে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে অসহায় মানুষগুলো শীত থেকে সামান্য হলেও রক্ষা পায়। তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেছি। পাশাপাশি আমি সবাইকে অনুরোধ করবো যারা বিত্তবান প্রভাবশালী যাদের পয়সা আছে তারা যাতে আমার মত এগিয়ে আসে। এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করে মানবতার স্বার্থে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়