প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
‘এই সম্মান চাঁদপুর কণ্ঠ পরিবারের’
চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়েছে। পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাতসহ পত্রিকার সিনিয়র সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্টাফগণ গতকাল রাতে পত্রিকার কার্যালয়ে তাঁকে এই অভিনন্দন জানান। এ সময় এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আহসান উল্লাহ বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি পদটি অবশ্যই একটা সম্মানের পদ। আমাকে এই পদে নির্বাচিত করায় আমি প্রেসক্লাবের সমঝোতা পরিষদের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাকে যে সম্মান প্রেসক্লাবের সদস্যরা দিয়েছেন সেটি চাঁদপুর কণ্ঠকে উৎসর্গ করলাম। আমি মনে করি এ সম্মান চাঁদপুর কণ্ঠ পরিবারের। কারণ আমার মিডিয়ার পরিচয় হচ্ছে চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক। চাঁদপুর কণ্ঠ ছাড়া দ্বিতীয় আর কোনো মিডিয়া হাউজ আমার নেই। আমি চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার এবং প্রধান সম্পাদক কাজী শাহাদাতসহ চাঁদপুর কণ্ঠ পরিবারের সকলের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।