শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ০০:১৬

রুপসায় ভূমি দস্যুদের কতৃক হয়রানির শিকার আমেনা

বাদল মজুমদার
রুপসায় ভূমি দস্যুদের কতৃক হয়রানির শিকার আমেনা

ফরিদগন্জ উপজেলার ১৫ নং রুপসা ইউনিয়নের পশ্চিম রুপসা গ্রামের ১ নং ওয়া্র্ডের বক্স বাড়িতে, ভূমি দস্যুদের হাত থেকে আমেনা বেগম ভূমিদস্যুত কতৃক হয়রানির শিকার হয়ে আসছে। এবং ক্রয়কৃত সম্পত্তি রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করে ফরিদগন্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আমেনা বেগম বলেন,আমার দলিল মূলে ক্রয়কৃত সম্পর্ত্তী ও আমার পরিবারের সন্তানরা জীবনের ঝুকিতে রয়েছে।আইন সৃংখলা নিয়োজিত পুলিশ এর নিকট অভিযোগ করেও কোন সহযোগিতা পাচ্ছে না। জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করছে আমেন।

মৃতঃ নুর বক্সের পুএ মৃত আবুল হোসেনের স্ত্রী রহিমা খা তুন, তার চার ছেলে মিলন, সামছুর রহমান, রিপন, আনিছ এর কাছ থেকে তাদের ওয়ারিস আনা দুই দাগে সিএস ৬৭৩ / বিএস ১৭৫৮ দাগে ভিটা ২,৭০ পয়েনট ও সিএস ৬৭৫ / বিএস ১৭৬১ দাগে বাড়ী ১,৮০ পয়েন্ট মোট ৪, ৫০ পয়েন্ট গত ৮/,২/২০২১ দলিল সম্পাদন করা হয়। দলিল সম্পাদনের পর থেকে একই বাড়ীর ভুমি দস্যু মৃত আলী আহম্মদের ছেলে সুলতান আহমদ (৫৫) মৃতঃ হাফেজ আহমেদের ছেলে আঃ রহিম (৫০) আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে হয়রানি করছে। এরা দুষ্ট প্রকৃতির আমাকে ঘুম করার হুমকি দিচ্ছে।এরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের একাধিক বার মারধর করেছে। এনিয়ে ফরিদগন্জ থানায় অভিযোগ করেছি এমন কি ফোজদারী আদালতে মামলা ও করেছি। কোন সুরাহ হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়