প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ২১:১২
চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা ২৪,২৫ ও ২৬ নভেম্বর
চাঁদপুর শুরু হচ্ছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা আঞ্চলিক ইজতেমা।২৪,২৫ ও ২৬ নভেম্বর ২০২২ ইং তারিখে চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ডব্লিউ রহমান জুট মিলস মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
|আরো খবর
এই এজতেমা কামিয়াবির জন্য বিশাল খোলা মাঠে সামিয়ানা তৈরি করা হচ্ছে। শুক্রবার অনেক ধর্মপ্রাণ মুসল্লগণকে জুমার নামাজ আদায় করতে দেখা যায় সেখানে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার ইজতেমায় জোহরের নামাজের পর আম বয়ান শুরু হবে। তিন দিনের এই ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আয়োজক কমিটি আশা করছেন।
এজতেমার উদ্দেশ্য সারা দুনিয়ার মানুষ আল্লাহকে পেতে ইমান আমল নিয়ে কবরে যেতে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে ধর্মপ্রাণ মুসলমান যাতে নামাজী হতে পারে মা-বোনেরা পর্দাশীল নামাজী হয় এই আশা করা হয়। এস্তেমা থেকে ৫০টি জামাত আল্লাহর রাস্তায় খুরুজ হইবে।
এজতেমা আয়োজকরা বলেন, সমস্ত মুসলমান দোয়া করবেন যাতে করে আল্লাহ এই এজতেমাকে কামিয়াব করেন এবং সমস্ত মুসলমানকে এক ও নেক বানিয়ে দেন।