প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৫৩
আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
লাখ লাখ মানুষ আল্লাহর দরবারে দুহাত তুলে আমিন আমিন ধ্বনির আওয়াজে আখেরী মোনাজাতের মাধ্যমে রোববার সকালে শেষ হয়েছে তাবলীগ জামাতের আলেম ওলেমা গ্রুপের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। দেশ ও সারাবিশ্বের কল্যাণ, দুনিয়া ও আখেরাতে সুখ-শান্তি কামনা করে অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত। তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
|আরো খবর
সকাল ১০টার দিকে মোনাজাত শুরু হয় হয়। ২১ মিনিট মোনাজাতে তুরাগ নদীর আশপাশে থাকা মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। আরবি ও বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মাওলানা জুবায়ের প্রথম পবিত্র কোরআনের আয়াতে, পরের অংশ বাংলা আরবি মিলেয়ে আখেরী মোনাজাত শেষ করেন।
এর আগে ফজরের পর বয়ান শুরু হয়। এরপর হেদায়তি বয়ান হয় এবং হেদায়তি বয়ানের পরপরই আখেরি মোনাজাত শুরু হয়।
মোবাইল ফোন ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের লাখ লাখ মানুষও মোনাজাতে শরীক হন। আখেরী মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ আশপাশ এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু বন্ধ থাকে।
প্রসঙ্গত, ১৩ জানুয়ারি শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এই পর্বে মাওলানা মোঃ জোবায়েরের অনুসারীরা অংশ নেন।