বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৫৩

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

অনলাইন ডেস্ক
আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

লাখ লাখ মানুষ আল্লাহর দরবারে দুহাত তুলে আমিন আমিন ধ্বনির আওয়াজে আখেরী মোনাজাতের মাধ্যমে রোববার সকালে শেষ হয়েছে তাবলীগ জামাতের আলেম ওলেমা গ্রুপের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। দেশ ও সারাবিশ্বের কল্যাণ, দুনিয়া ও আখেরাতে সুখ-শান্তি কামনা করে অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত। তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ মোনাজাত পরিচালনা করেন।

সকাল ১০টার দিকে মোনাজাত শুরু হয় হয়। ২১ মিনিট মোনাজাতে তুরাগ নদীর আশপাশে থাকা মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। আরবি ও বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মাওলানা জুবায়ের প্রথম পবিত্র কোরআনের আয়াতে, পরের অংশ বাংলা আরবি মিলেয়ে আখেরী মোনাজাত শেষ করেন।

এর আগে ফজরের পর বয়ান শুরু হয়। এরপর হেদায়তি বয়ান হয় এবং হেদায়তি বয়ানের পরপরই আখেরি মোনাজাত শুরু হয়।

মোবাইল ফোন ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের লাখ লাখ মানুষও মোনাজাতে শরীক হন। আখেরী মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ আশপাশ এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু বন্ধ থাকে।

প্রসঙ্গত, ১৩ জানুয়ারি শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এই পর্বে মাওলানা মোঃ জোবায়েরের অনুসারীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়