প্রকাশ : ০১ জুন ২০২২, ২০:৩০
সুখী মানুষ আনোয়ার হোসেনের গল্প
সততাই সুখের মূল......
আনোয়ার হোসেন একজন নিরাপত্তা কর্মী হয়ে ও সবার প্রিয়। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মধ্যবাঘরা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের একজন নিরাপত্তা প্রহরী হিসাবে প্রায় দুই বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। এ উপকেন্দ্রের প্রস্তুতি কাজ সমাপ্তির পথে । প্রায় ৪২ শতক জায়গাটিতে গড়ে উঠছে এ উপকেন্দ্র। তিনি একাই নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২৪ঘন্টা কাটাচ্ছেন পল্লী বিদ্যুতের সংরক্ষিত এলাকায়। দু'বছরের মধ্যে মাত্র ৬দিন ছুটি কাটিয়েছেন বলে তিনি এ প্রতিনিধিকে জানান, ঝড় তুফান বন্যার মধ্যেও এউপকেন্দ্রের সংরক্ষিত এলাকায় তিনি ছিলেন একা। তিনি একজন ধর্মভীরু হিসাবে সকলের কাছে সুপরিচিতা অর্জন করেছেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করায় মুসল্লিদেরও প্রিয় একজন ব্যক্তি হিসেবে সুপরিচিত। সকলে তাকে ভালবাসে আদর করেন সালাম দেন। তিনি এ প্রতিনিধিকে জানান, কোনো কাজই ছোট নয় যদি সৎ ভাবে ও সুন্দর ভাবে করা যায়। তবেই সবার প্রিয় পাত্র হয়ে বেঁচে থাকা যায়। তিনি জানান, এই ছোট চাকরি থেকে যে আয় করেছেন সে টাকা দিয়ে তিনি তার একটি ছেলেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার অপর ছেলেকে প্যরামেডিকেলে ডাক্তার করেছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী কিছু দিনের মধ্যেই তিনি এখান থেকে অন্য জায়গায় বদলি হবেন। যেখানেই নতুন নতুন উপকেন্দ্র হয় সেখানেই তিনি দায়িত্ব পালন করেন, তিনি বলেন সততার সাথে নিজ দায়িত্ব পালন করে হালাল রোজগারের উপার্জনের দুটি ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছি বলে নিজেকে সুখী মানুষ মনে করি আর সততাই সুখের মূল। নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে কখনো অসততার আশ্রয় নেই নি বলেই নিজেকে সুখী মানুষ ভাবতে ভালো লাগে । তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার লেবুডাঙ্গা গ্রামে।