শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ১৮:৪৬

কচুয়ায় রাস্তার পাশে খালের উপর রুমার লাশ উদ্ধার

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া প্রতিনিধি
কচুয়ায় রাস্তার পাশে খালের উপর রুমার লাশ উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় শামুক কুড়াতে গিয়ে বাড়ি ফেরা হলো না রুমা বেগম (৩৬) নামের এক মহিলার। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার খিলমেহের-উত্তর সেঙ্গুয়া রাস্তার পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। রুমা উপজেলার উত্তর সেঙ্গুয়া গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে।

রুমার পিতা-মাতা জানান, স্বামী পরিত্যক্তা হওয়ায় পিত্রালয়ে বসবাস করতো। রবিবার বিকালে শামুক কুড়াবার জন্য মাঠে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসলেও সে বাড়ি ফিরে আসেনি। পরে তাকে এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে হতাশ হয়ে পরি। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা তার মৃতদেহ রাস্তার পাশের খালে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে লাশ সনাক্ত করে থানা পুলিশকে খবর দেই।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে রুমার লাশ উদ্ধার করে থানায় এনেছি। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হবে। রিপোর্ট প্রাপ্তির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়