শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ২১:৫০

মতলবে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মাহবুব আলম লাভলু
মতলবে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে মোস্তাকিন নামে ৪ বছরের এক শিশু পানিতে ডুবে মারা যায়।

ঘটনার বিবরণে জানা যায়, পানিতে পড়ে মৃত্যু হওয়া শিশুটির নাম মোস্তাকিন (৪) পিতা- শহিদ উল্লাহ, বাড়ি নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দ ইস্কান্দার। শিশুটির বাবা প্রবাসে থাকে, শিশুটির মা আমেনা বেগম ১৫ দিন পূর্বে শিশুর নানার বাড়ি মতলব উত্তর উপজেলার খন্দকার কান্দি লস্কর বাড়িতে বেড়াতে আসে।

উল্লেখ্য, ৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় তার মা আমেনা বেগম, নানী মর্জিনা বেগম রান্নার কাজে ব্যস্ত থাকে, এর ফাঁকে তাদের চোখের আড়াল হয়ে বাড়ির সামনে রাস্তার পাশে গর্তে ৩/৪ ফুট পানি জমে থাকে, ঐ জমে থাকা পানিতে পড়ে শিশুটি মারা যায়। তাকে অনেক খোঁজাখুজির পর দেখে শিশুটি পানিতে পড়ে আছে।

শিশুটিকে নিয়ে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশু মুস্তাকিনকে দাফনের জন্য তার নিজ গ্রামের বাড়ি নাঙ্গলবন্দে নিয়ে যাওয়া হয় বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়