শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ জুন ২০২১, ১২:০৫

২৮ বছরে চাঁদপুর কণ্ঠ

কাজী শাহাদাত
২৮ বছরে চাঁদপুর কণ্ঠ

‘চাঁদপুর কণ্ঠ’ ১৯৯৪ সালের ১৭ জুন সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়েছিলো। সাড়ে চার বছর পর ১৯৯৮ সালের ১৪ ডিসেম্বর দৈনিকে উন্নীত হয়। ১৬ ডিসেম্বর চাঁদপুরের প্রথম দৈনিক হিসেবে চাঁদপুর কণ্ঠ তার প্রথম সংখ্যা প্রকাশ করে। দেড় মাসের ব্যবধানে ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি দৈনিক হিসেবে ৫২ পৃষ্ঠা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ডিমাই সাইজের এতো পৃষ্ঠা নিয়ে চাঁদপুর শুধু নয়, বাংলাদেশের রাজধানী ও বিভাগীয় শহর ছাড়া অন্য কোনো জেলা সদর থেকে কোনো দৈনিক পত্রিকার বিশাল আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশের রেকর্ড আমাদের জানা নেই। তারপর আর্থিক সঙ্কটসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও নির্ধারিত ছুটি ছাড়া এ পত্রিকাটির দৈনিক প্রকাশনা আল্লাহর রহমতে একদিনের জন্যেও বন্ধ হয়নি। ১০ জুন ২০০২ তারিখে পত্রিকাটি নিজস্ব প্রেসে ছাপার কারণে ডাবল ডিমাই অর্থাৎ জাতীয় দৈনিকের সাইজে ছাপা শুরু হয়, যেটি চাঁদপুরে সর্বপ্রথম চাঁদপুর কণ্ঠই শুরু করে। তারপর ক্রমশ চাঁদপুরের অন্য সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা বড় সাইজে প্রকাশ হতে থাকে, যা এখনও অব্যাহত আছে।

সাপ্তাহিক হিসেবে চাঁদপুর কণ্ঠের সাড়ে চার বছর এবং দৈনিক হিসেবে সাড়ে ২২ বছর মিলিয়ে গত ১৭ জুন ২০২১ তারিখে চাঁদপুর কণ্ঠের বয়স ২৭ বছর অতিক্রম করলো এবং ২৮ বছরে পদার্পণ করলো। চাঁদপুর কণ্ঠ যেনতেনভাবে এই ২৭টি বছর পার করেনি। এর মধ্যে ১৫ বছরেরও বেশি সময় আগে চাঁদপুর কণ্ঠ প্রিন্টিং সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণে গিয়েছে। প্রতিদিন সম্পাদকীয় মাঝে মাঝে উপ-সম্পাদকীয়, সাপ্তাহিক পাঠক ফোরাম, পাক্ষিক সাহিত্য পাতা, ক্রীড়া কণ্ঠ, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, শিশু কণ্ঠ, ইসলামী কণ্ঠ ও সুচিন্তা পাতা এবং মাসিক/দ্বিমাসিকভাবে কৃষিকণ্ঠ, ষান্মাসিক/বার্ষিক হিসেবে সংস্কৃতি অঙ্গন, নারী কণ্ঠ, বিভিন্ন উপলক্ষে ক্রোড়পত্র ও পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা চলাকালে অন্তত চার মাস প্রতিযোগিতার প্রতিটি দিন ‘বিতর্কায়ন’ পাতা প্রকাশ করে একটি দৈনিক পত্রিকার পরিপূর্ণ মান বজায় রেখে চলছে। তিক্ত হলেও সত্য, নিয়মিত বিভাগীয় পাতা প্রকাশের মাধ্যমে মান বজায় রাখার এমন ধারাবাহিক প্রয়াস চাঁদপুরের অন্য কোনো দৈনিকের নেই। এর ফলে চাঁদপুর কণ্ঠের ভক্ত পাঠকের সংখ্যা অগণিত। এই পাঠক ধরে রাখতে অর্থাৎ ‘পাঠকপ্রিয়তাকে মূলধন’ হিসেবে কাজে লাগাতে চাঁদপুর কণ্ঠ সম্পাদনা পরিষদের যতো শ্রম ও সাধনা।

চাঁদপুর কণ্ঠ তার সম্পাদকীয় নীতিতে কখনোই চটকদারি সৃষ্টিকে প্রশ্রয় দেয় না। সেজন্যে ধারাবাহিকতা রক্ষা করে কিছুটা ধীরে চলো নীতিতে বিশ^াসী। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে এ নীতি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় চাঁদপুর কণ্ঠ ২৭ বছর অতিক্রমের প্রাক্কালে অনলাইন সংস্করণের আধুনিকায়ন ও পাঠক সংখ্যা কাক্সিক্ষত পর্যায়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ যাতে সাফল্যে পর্যবসিত হয় সেজন্যে চাঁদপুর কণ্ঠের সকল স্তরের সংবাদ প্রতিনিধি, সম্পাদনা পরিষদ ও শুভাকাক্সক্ষীদের আন্তরিক ও সর্বাত্মক সহযোগিতা অনিবার্য। সর্বোপরি প্রয়োজন সৃষ্টিকর্তার অপার করুণা। আমরা এজন্যে সকলের নিকট দোয়া-আশীর্বাদ প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়