সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০০:৪৬

চাঁদপুর মেঘনায় কার্টুনভর্তি ট্রলারে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মেঘনায় কার্টুনভর্তি ট্রলারে অগ্নিকান্ড

চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকাগামী কর্টুন বোঝাই একটি ট্রলারে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে নৌ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, ট্রলারটি বরিশাল থেকে খালি কার্টুন নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন কোড়ালিয়া চরের মেঘনা নদীর গ্রীন বয়ার কাছে এলে কার্টুনে হঠাৎ আগুন লেগে ব্যাপক ধোয়া বের হতে থাকে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ ফায়ার সার্ভিসের জাহাজ অগ্নিবিনাশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ট্রলারে থাকা সুকানিসহ ৬ আরোহীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

আগুনে কায়েক লাখ টাকার কার্টুন পুড়ে গেছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ অগ্নিবিনাশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

তবে ধারনা করা হচ্ছে ইঞ্জিন বা সিগারেটের আগুন থেকে আগুন লাগতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়