প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ১৫:০৯
'৭৫ এর হত্যাকারীরাই বারবার মাথা চাড়া দিচ্ছে: শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি (দেখুন ভিডিও ক্লিপ)
'৭৫-এর হত্যাকারীরাই বারবার দেশে মাথা চাড়া দিয়ে উঠছে। সেই অশুভ শক্তির যে মানুষগুলো সংখ্যায় খুব বেশি নয় কিন্তু তারা সংঘবদ্ধ। নির্বাচনকে সামনে রেখে একটি অপশক্তি দেশকে অস্থীতিশীর করতে চক্রান্ত করছে। এরাই বিভিন্ন সময়ে দেশকে অস্থিতিশীশীল করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে রুখে দিতে হবে। আমরা সংঘবদ্ধ নই। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিতে হবে। এদেশ সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। এদেশে আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকব। আগামীর সুন্দর বাংলাদেশ ভালোবাসায় মিশ্রিত হয়ে হাসিমুখে বসবাস করব।
|আরো খবর
গত ১৩ অক্টোবর হাজীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে ভাংচুরের ক্ষতিগ্রস্থ ২ পরিবার ও ২৮ প্রতিষ্ঠানকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
২৯ অক্টোবর শুক্রবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত অনুদান প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষ মানে যার যার ধর্ম ও উৎসব সে স্বাধীনভাবে পালন করবে। এখানে কেউ কাউকে ধর্ম প্রচার, উৎসব কিংবা ধর্ম পালনে বাধাগ্রস্থ করবে না। এসব বিষয়গুলো আমাদের সবার সংবিধানেরও নিশ্চয়তা দেয়।
আজকে যে সাম্প্রদায়িক হামলা হলো কয়েকটি জায়গায়, সে হামলার পিছনে কারা, সেগুলো দ্রুতই তদন্ত হচ্ছে। কিন্তু আমরা প্রতিটি জায়গায় দেখছি ’৭১ এর পরাজিত অপশক্তি, ’৭৫ ও ২০০৪ এর হত্যাকারী, ২০১৩-২০১৪ সালে যারা মানুষ পুড়িযে হত্যা করেছে, এটি তাদেরই কাজ। তারা আমাদের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করবার অপচেষ্টার অংশ বিশেষ। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অপশক্তি আজ সংঘবদ্ধ।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সমন্বয়ক আখলাকুর রহমান মাইনুর সঞ্চালনে এ সময় আরো বক্তব্য রাখেন, শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি, অতিরিক্ত সচিব মো.মুনিম হাসান, একে এম শাহাজান কামাল এমপি, রুবিনা আক্তার মিরা এমপি।
উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারি, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসেন, চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, আমেনা নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ জামান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।