শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

ইসলামপুর গাছতলায় ডাকাতিয়ার ভাঙন স্থান পরিদর্শন

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৩:৩৩

ইসলামপুর গাছতলায় ডাকাতিয়ার ভাঙন স্থান পরিদর্শন
সোহাঈদ খান জিয়া

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামে ডাকাতিয়ার ভাঙ্গনকৃত স্থান পরিদর্শন করা হয়।

আজ সকালে ভাঙ্গনকৃত স্থান পরিদর্শন করেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নকিব আল হাসান, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল,ইউপি সদস্য জাকির খান প্রমুখ।

উল্লেখ্য, ডাকাতিয়া নদীর ভাঙনের মুখে প্রায় ২ শতাধিক পরিবার হুমকির মুখে রয়েছে। ডাকাতিয়ার ভাঙনে প্রায় ৫০টি পরিবারের বসত ভিটি,বাগান, বিভিন্ন প্রজাতির গাছ ও প্রায় ১৫ একর আবাদি জমি ডাকাতিয়ায় বিলীন হয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে থাকা বাড়িগুলো যে কোনো সময় ডাকাতিয়া নদী গ্রাস করতে পারে। আর এসব বাড়িগুলো হচ্ছে: খান বাড়ি,ডিলার বাড়ি ও জমাদ্দার বাড়ি।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী রেফাত জামিল বলেন, এ বিষয়টি সরকারের দীর্ঘ পরিকল্পনা রয়েছে। যাতে এ এলাকায় স্থায়ীভাবে ভাঙ্গন রক্ষা হয়। বর্তমানে ভাঙন রক্ষা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়