শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১১:২৭

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

অনলাইন ডেস্ক
আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ সোমবার। প্রতি বছরের মতো বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি। তথ্যপ্রযুক্তিতে কন্যাশিশুদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল জেনারেশন, আওয়ার জেনারেশন অর্থাৎ ডিজিটাল প্রজন্মই, আমাদের প্রজন্ম’।

সমাজের অন্যান্য লিঙ্গভিত্তিক বৈষম্য আর বিভাজনের মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল বিভাজন। এই ডিজিটাল বিভাজন রয়েছে আইসিটি জ্ঞান, ডিভাইস এর ব্যবহার, দক্ষতা, এমনকি চাকরির ক্ষেত্রে। আর একজন নারীর জন্য এই বিভাজন শুরু হয় তখন থেকে যখন সে একজন কন্যা শিশু। আসুন এবারের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে আমরা প্রতিজ্ঞা করি, কন্যাশিশুর বেড়ে ওঠার জন্য সকল চাহিদার পাশাপাশি আইসিটি শিক্ষা আর প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিয়ে সকলে মিলে ঘুচিয়ে দিবো এই ডিজিটাল বিভাজন।

বিশ্বজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর দিবসটি পালন করে থাকে। দিবসটি উপলক্ষ্যে দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে সভা, সেমিনার, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ‘কিশোরী-কিশোরদের আত্মোন্নয়নে ইতিবাচক পরিবেশের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এবং বিশেষ অতিথি থাকবেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম। আরও উপস্থিত থাকবেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওরলা মার্ফি ও ইউনিলিভার বাংলাদেশের সিইও জাভেদ আখতার প্রমুখ।

ইউনিলিভার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চাইল্ড অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক যৌথভাবে এটি আয়োজন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়