প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪
মতলব উত্তরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মতলব উত্তর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোবারক হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মতলব উত্তর উপজেলা ইউনিট কমান্ডার আইয়ুব আলী মোল্লা, উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, সরকারের সকল নির্দেশনা মেনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করা হবে। সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ডিসিকে /এমজেডএইচ








