প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩
চাঁদপুর মুক্ত দিবস পালনে কর্মসূচি গ্রহণ

৮ ডিসেম্বর ২০২৫ (সোমবার) চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে চাঁদপুর হানাদার মুক্ত হয়। দিবসটি পালনে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
|আরো খবর
জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে (স্মারক নং: ০৫.৪২.১৩০০.০২৮,০২.০০১.২৫-৭৭৯) জানানো হয়, দিবসটির কর্মসূচির মধ্যে রয়েছে বীর শহীদদের স্মরণে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রেলওয়ে লেকে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকারে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
এছাড়া অনুষ্ঠানের শুভ সূচনা হিসেবে বেলুন ও ফেস্টুন উড়ানো হবে এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হবে।
এ সকল কর্মসূচিতে জেলার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
ডিসিকে /এমজেডএইচ








