বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩

চাঁদপুর মুক্ত দিবস পালনে কর্মসূচি গ্রহণ

মো.জাকির হোসেন
চাঁদপুর মুক্ত দিবস পালনে কর্মসূচি গ্রহণ

৮ ডিসেম্বর ২০২৫ (সোমবার) চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে চাঁদপুর হানাদার মুক্ত হয়। দিবসটি পালনে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে (স্মারক নং: ০৫.৪২.১৩০০.০২৮,০২.০০১.২৫-৭৭৯) জানানো হয়, দিবসটির কর্মসূচির মধ্যে রয়েছে বীর শহীদদের স্মরণে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রেলওয়ে লেকে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকারে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

এছাড়া অনুষ্ঠানের শুভ সূচনা হিসেবে বেলুনফেস্টুন উড়ানো হবে এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হবে।

এ সকল কর্মসূচিতে জেলার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়