বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫  |  
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫১

আবারও বিদ্যুৎস্পৃষ্টে লজ্জাবতী বানরের মৃত্যু, উদ্ধার হয়েছে বিশাল আকৃতির অজগর

মৌলভীবাজার প্রতিনিধি।।
আবারও বিদ্যুৎস্পৃষ্টে লজ্জাবতী বানরের মৃত্যু, উদ্ধার হয়েছে বিশাল আকৃতির অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে আবারও বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। উদ্ধার হয়েছে একটি বিশাল আকৃতির অজগরসহ ২টি সাপ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশান পরিষ্কার করতে গিয়ে ঝোপের ভেতর একটি অজগর সাপ দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ ঘটনাস্থলে গিয়ে বিশাল আকৃতির অজগরটি উদ্ধার করেন।

সজল দেব জানান, উদ্ধার করা অজগরটি ১৪ ফুট লম্বা এবং এর ওজন ২৫ কেজি। পরে সাপটি স্থানীয় বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। এছাড়াও রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের খ্রিস্টান মিশনের সামনে একটি বাড়ির উঠোন থেকে আরও একটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

অন্যদিকে গত ২২ সেপ্টেম্বর রোববার উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকা থেকে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা মৃত একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রাম থেকে বিদ্যুতের তারে জড়িয়ে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক জানান, মৃত লজ্জাবতী বানরটির শরীরে একটি গতিবিধি পর্যবেক্ষণ যন্ত্র (ট্র্যাকিং ডিভাইস) ঝোলানো ছিলো। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক জানান, বনে প্রাণীদের নিরাপদ আবাসস্থলের পরিবেশ নষ্ট এবং খাবারের তীব্র সংকট দেখা দেওয়াতে যখন তখন প্রাণীরা বন থেকে বেরিয়ে লোকালয়ে এসে কখনও চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে আবার কখনও বিদ্যুতের তারে জড়িয়ে মারা যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়