প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:২২
মাধ্যমিক স্তরে ক্লাসের সময়সূচিতে পরিবর্তন
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সময়সূচি ঘোষণা করেছে। মাধ্যমিক স্তরে ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে অধিদপ্তর। নতুন সময়সূচী অনুযায়ী ২০ সেপ্টেম্বর থেকে সারা দেশে অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন হবে।
|আরো খবর
বর্তমানে ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। প্রতিদিন ক্লাস করছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও। এ ছাড়া অন্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন করে হচ্ছে। দিনে প্রতিটি শ্রেণির দুটি করে ক্লাস নেওয়া হচ্ছে।
প্রথমিক স্তরে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ক্লাস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালিত হবে। এখন পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিন এবং বাকি শ্রেণিগুলোর ক্লাস সপ্তাহে এক দিন করে হচ্ছে। তবে শিশু, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক্-প্রাথমিক স্তরের ক্লাস আপাতত বন্ধ আছে।
টানা ৫৪৪ দিন বন্ধের পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরদিন খোলা হয় মেডিকেল কলেজগুলো। এখন বিশ্ববিদ্যালয় খোলারও প্রক্রিয়া চলছে। আগামী মাসে বিশ্ববিদ্যালয় খোলার ইঙ্গীত দিয়েছে শিক্ষা অধিদপ্তর।