প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৮
চাঁদপুরে শুরু হচ্ছে ৩য় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রম
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স
মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে শীঘ্রই শুরু হবে তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রম।
|আরো খবর
এ উপলক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে ভিডিও কনফারেন্সে
চাঁদপুর প্রান্তে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
১৫ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা প্রশাসক ছাড়াও সংযুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ , সহকারী কমিশনার বৃন্দ (ভূমি), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ, উপজেলা প্রকৌশলীগণ।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় ১ম পর্যায়ে বরাদ্দকৃত গৃহের সংখ্যা ১৩৫ টি। ২য় পর্যায়ে বরাদ্দকৃত গৃহের সংখ্যা ৮৯ টি । ২য় পর্যায়ের আরো ২০ টি গৃহ নির্মাণ কাজ চলমান যা অতি শীঘ্রই সম্পন্ন এবং হস্তান্তরিত হবে। এর ধারাবাহিকতায় চাঁদপুর জেলায় ভূমিহীন ও গৃহহীন “ক” শ্রেণির পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ৩য় পর্যায়ে আরো গৃহহীন পরিবারকে গৃহ তৈরী করে দেয়া হবে।