প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৪
শ্রীনগরে ইলিশ মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইলিশ মাছে বাজার সয়লাব। দাম ক্রেতাদের নাগালের বাইরে।
|আরো খবর
১৭ সেপ্টেম্বর এই প্রতিনিধি মুন্সীগঞ্জের শ্রীনগরের বিভিন্ন মাছ বাজারে পরিদর্শনে দেখতে পান বাজার গুলোতে ইলিশ মাছের সয়লাব।
ক্রেতাদের ও উপচে পড়া ভিড় হলে ও
ইলিশ মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশ বড় সাইজের দুই থেকে আড়াই হাজার টাকা,মধ্যম ১২ থেকে ১৫শত ,ছোট সাইজের ছয় আটশত টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতা সাগর এ প্রতিনিধিকে জানান ,আড়তে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া গেলেও ইলিশ মৌসুম হিসাবে মাছের দাম কমেনি।
মাছ বেশি দামে ক্রয় করতে হয় বলেই তারা বাধ্য হয়ে বেশি দামে ইলিশ বিক্রি করছেন।
ক্রেতা জয়নুল আবেদীন১৮ শত টাকা কেজিতে এক কেজি পাঁচ শতগ্রাম ইলিশ ২৭০০ টাকায় ক্রয় করলেন।
ক্রেতা রতন খান জানান ,বাজারে প্রচুর পরিমাণ ইলিশ উঠলেও দাম আমার ক্রয় ক্ষমতার বাইরে।দাম নিয়ন্ত্রণ আসলে আমি আমার পরিবার বর্গের জন্য মাছ ক্রয় করবো।