প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১৯:০১
ম্যাবের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন
দেশের ৩২৯টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
|আরো খবর
গত ১২ জানুয়ারি কক্সবাজারের দি সী প্রিন্সেস হোটেলে বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পুনরায় নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ সভাপতি এবং মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ওই দিন সাধারণ সভা ও কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নির্বাহী সভাপতি পদে সাভার পৌরসভার মেয়র হাজী মো. আবদুল গনি, সহ-সভাপতি পদে যথাক্রমে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সেলিম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, নাটোর পৌরসভা মেয়র উমা চৌধুরী জলি, পাবনা ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিসুর রহমান, মোহনগঞ্জ পৌরসভার মেয়র এড. লতিফুর রহমান রতন, মেলান্দহ পৌরসভার মেয়র মো. শফিক জাহেদী রবিন, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সল বিপ্লব, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, কেশরহাট পৌরসভার মেয়র মো. শহীদুজ্জামান শহিদ নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক পদে যশোরের চৌগাছা পৌরসভার মেয়র নুরউদ্দিন আল মামুন হিমেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক পদে নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. আব্দুল মালেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বেড়া পৌরসভার মেয়র এস এম আসিফ শামস, আইন বিষয়ক সম্পাদক পদে শরিয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ফরিদপুর পৌরসভার নিবার্হী প্রকৌশলী মো. শামসুল আলম, নারী উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নরসিংদী পৌরসভার কাউন্সিলর ইয়াছমিন সুলতানা, ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে হাকিমপুর পৌরসভার মেয়র এন এ এম জামিল হোসেন চলন্ত, স্বাস্থ্য, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে পটুয়াখালী পৌরসভার মেডিকেল অফিসার ডা. এস এম ইকরামুল নাহিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জলঢাকা পৌরসভার মেয়র মো. ইলিয়াস হোসেন, মেম্বারসশিপ বিষয়ক সম্পাদক পদে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর রিনা নাসরিন, দপ্তর সম্পাদক পদে শ্রীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা সরকার দলিল উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নির্বাহী সদস্য পদে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশিদ, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা, মির্জাপুর পৌরসভার মেয়র সালাম আক্তার নির্বাচিত হয়েছেন।
ম্যাবের ১১টি আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে নির্বাহী সদস্য থাকবেন।