প্রকাশ : ৩০ মে ২০২৩, ০৮:২২
আজ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী
আজ ৩০ মে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এইদিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই থেকে এই দিনকে বিএনপি ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে আসছে।
|আরো খবর
এ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা বিএনপি কার্যালয়ে ৩০ মে মঙ্গলবার ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। বিকাল পাঁচটায় আলোচনা সভা মিলাদ ও দোয়া। উক্ত কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত থাকবেন। চাঁদপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু এ তথ্য জানিয়েছেন।