প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চতুরঙ্গের পাঁচদিনব্যাপী জাতীয় ইলিশ উৎসব শুরু হচ্ছে আজ
উৎসবের উদ্বোধক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
আজ শুক্রবার ইলিশের বাড়ি চাঁদপুরে শুরু হচ্ছে জাতীয় ইলিশ উৎসব। চাঁদপুরের সক্রিয়-সরব সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ এ উৎসবের আয়োজক। এবার এ উৎসবের নেই কোনো স্পন্সর। তবুও ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনের ব্যাপ্তি এ উৎসবের। পূর্বের ১৩টি উৎসবের চেয়েও বেশি ইভেন্ট এবং দেশি-বিদেশি নামজাদা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সংগঠনসহ স্থানীয়ভাবে প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এবারের উৎসবে রয়েছে আয়োজনগত ব্যাপকতা। উৎসবস্থল হিসেবে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের ভেতরে-বাইরে করা হয়েছে ব্যাপক সাজসজ্জা।
|আরো খবর
এবারের ইলিশ উৎসবের শ্লোগানে পরিবর্তন আনা হয়েছে। নূতন শ্লোগান হচ্ছে ‘জাটকা ও মা-ইলিশের পাশে/ আমরা আছি প্রতিটি নিঃশ্বাসে’।
চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান ও বহু সমাজকর্মের অগ্রণী ব্যক্তিত্ব অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার এবং ইলিশ উৎসবের রূপকার ও চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদের নেতৃত্বে বিগত ১৩টি উৎসবের ন্যায় ১৪তম জাতীয় ইলিশ উৎসব চাঁদপুর-২০২২-এর আহ্বায়কের দায়িত্ব পালন করছেন চতুরঙ্গের উপদেষ্টা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। এ উৎসবের উদ্বোধক হিসেবে অন্যান্যবারের মতোই থাকছেন চাঁদপুর-৩ আসনের এমপি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
১৬ সেপ্টেম্বর শুক্রবারের কর্মসূচির মধ্যে রয়েছে : বিকেল ৪টায় সেরা গানবাজ প্রতিযোগিতা, বিকেল ৫টায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ৫টায় মুক্ত ভাবনা, সন্ধ্যা সোয়া ৬টায় ‘নৃত্যধারা’র নৃত্যানুষ্ঠান, পৌনে ৭টায় গোলটেবিল বৈঠক ও উদ্বোধনী পর্ব, রাত পৌনে ৮টায় ‘বয়াতি’ ঢাকার সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৭ সেপ্টেম্বর শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে : বিকেল ৪টায় সেরা নাচিয়ে প্রতিযোগিতা, বিকেল ৫টায় সংসদীয় বিতর্ক, বিকেল পৌনে ৬টায় ‘রংধনু’র নৃত্যানুষ্ঠান, সোয়া ৬টায় ‘স্বপ্নকুঁড়ি’র নৃত্যানুষ্ঠান, পৌনে ৭টায় গোলটেবিল বৈঠক ও রাত পৌনে ৮টায় ঢাকার ইউডা নামক ইউনিভার্সিটির সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৮ সেপ্টেম্বর রোববারের কর্মসূচির মধ্যে রয়েছে : বিকেল ৪টায় সেরা গানবাজদের চূড়ান্ত প্রতিযোগিতা, বিকেল ৫টায় প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের নৃত্যানুষ্ঠান, সাড়ে ¬৫টায় মুক্ত ভাবনা, সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গীটার পরিষদের গীটার সন্ধ্যা, পৌনে ৭টায় গোলটেবিল বৈঠক ও রাত পৌনে ৮টায় পুনম মিত্র, সাধনা সরকার ও অর্নব আব্বাসের সংগীতানুষ্ঠান এবং নৃত্যাঙ্গন চাঁদপুরের নৃত্যানুষ্ঠান। এদিনের উপরোক্ত কর্মসূচিগুলোর ফাঁকে ফাঁকে ৯ জন গুণী ব্যক্তিকে চতুরঙ্গ সম্মাননা স্মারক প্রদান করা হবে। এঁরা হচ্ছেন : যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, রেনেসাঁ ব্যান্ডের বরেণ্য গীটারিস্ট রেজাউর রহমান রেজা, সংস্কৃতিসেবী ও সমাজসেবক মোহাম্মদ রফিক উল্লাহ, নারায়ণগঞ্জের সংস্কৃতিজন ভবানী শঙ্কর রায়, সুরকার ও সংগীত পরিচালক উজ্জ্বল সিনহা, ঢাকার সংস্কৃতিজন ইসলাম উদ্দিন বাবুল ও অনুপম বিশ্বাস, গাজীপুরের সংস্কৃতিজন শামীমা ফেরদৌসী এবং নারী উদ্যোক্তা শারমিন আক্তার জুঁই।
১৯ সেপ্টেম্বর সোমবারের কর্মসূচির মধ্যে রয়েছে : বিকেল ৪টায় সেরা নাচিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা, বিকেল ৫টায় মুক্ত ভাবনা, পৌনে ৫টায় লক্ষ্মীপুরের লতিকা নৃত্যালয়ের নৃত্যানুষ্ঠান, সোয়া ৬টায় উদয়ন সংগীত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় গোলটেবিল বৈঠক, রাত ৮টায় ভারতের ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত বাচিকশিল্পী শাওলী রায়ের আবৃত্তি অনুষ্ঠান, অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠন ও রঙের ঢোল বাংলা ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন মরণোত্তর সম্মাননা জ্ঞাপন করা হবে ৩ জনকে। এঁরা হচ্ছেন : চতুরঙ্গের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া কিরণ, সাবেক সংগীত পরিচালক তাহমিনা হারুন ও সাবেক যুগ্ম মহাসচিব মাসুদুর রহমান শিপু।
ইলিশ উৎসবের সর্বশেষ দিন হচ্ছে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার। এদিনের কর্মসূচির মধ্যে রয়েছে : বিকেল ৪টায় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, সাড়ে ৪টায় আমরা আলোকিত নারীর ইলিশ রেসিপি প্রদর্শন, ৫টায় শ্রীমঙ্গল নৃত্যালয় একাডেমীর নৃত্যানুষ্ঠান, সাড়ে ৫টায় সুরধ্বনি একাডেমী, চাঁদপুর-এর সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সোয়া ৬টায় মুক্ত ভাবনা, ৭টায় গোলটেবিল বৈঠক, রাত পৌনে ৮টায় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সংগীতানুষ্ঠান এবং কাদরী ড্যান্স গ্রুপ ঢাকা ও কলকাতার অতিথি শিল্পী সুমন মণ্ডলের নৃত্যানুষ্ঠান।