মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৯:১২

করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড : মৃত্যু ২৩৭, শনাক্ত ১৬,২৩০

অনলাইন ডেস্ক
করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড : মৃত্যু ২৩৭, শনাক্ত ১৬,২৩০

দেশব্যাপী কোভিড-১৯ এ আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হয়ে গত ২৪ ঘণ্টায়। ১ দিনে ১৬ হাজার ২শ' ৩০ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এই সময়ে মৃত্যু হয় আরও ২৩৭ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে।

মৃত্যুর আরও তথ্য : নতুন মৃত্যু ২৩৭ জনের পুরুষ ১৪৯ জন ও নারী ৮৮ জন। নতুন মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১৩৭ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ১১ জন, ২১ থেকে ৩০ বছরের ৯ জন।

শনাক্তের আরও তথ্য : মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সর্বোচ্চ ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬ হাজার ২৩০ জন শনাক্ত হয়। যাতে শনাক্তের হার ৩০.১২ শতাংশ। আর মোট গড় হার ১৫.৯১ শতাংশ। দেশে মোট শনাক্তও ১২ লাখ ছাড়িয়েছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

বিভাগ ওয়ারি মৃত্যু : মৃত ২৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭০ জন, চট্টগ্রাম বিভাগের ৬২ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৩৪ জন, বরিশাল বিভাগের ৯ জন, সিলেট বিভাগের ১৮ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ৭ জন।

সুস্থতার তথ্য : সুখবর হলো গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে সুস্থ হলেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। ২৮ জুলাই বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়