মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর করুণ মৃত্যু

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর করুণ মৃত্যু

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর এলাকার রেলওয়ে আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ট্রেন ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

এদিকে হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহতের পরিচয় শনাক্তে এখনো কোনো সূত্র মেলেনি।

রেলওয়ে পুলিশ মরদেহ শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়দের দাবি, ষোলঘর এলাকায় নিয়মিতই দুর্ঘটনার ঝুঁকি থাকে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতেও এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়