মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১

মুন্সিগঞ্জের শ্রীনগরে পাটাভোগ ইউনিয়নের পূর্ব বেজগাঁও গ্রামে পাঁচ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ড: খোলা আকাশের নিচে নিঃস্ব পাঁচ ভাই

আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ড: খোলা আকাশের নিচে নিঃস্ব পাঁচ ভাই

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব বেজগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একসাথে পুড়ে গেছে পাঁচ ভাইয়ের বসতঘর। রোববার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক ঘর দাউদাউ করে জ্বলতে শুরু করে। এরই মধ্যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়।

অগ্নিকাণ্ডে মো. বাদল, কুতুব উদ্দিন, জহিরুল, পান্নু ও খাইরুল—এই পাঁচ ভাইয়ের ঘর একসাথে পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা চিৎকার শুনে আগুন নেভানোর চেষ্টা চালায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সুভাষ মন্ডল জানান, “আমরা শিমুলিয়া মাওয়া ঘাট থেকে ফেরার পথে হাইওয়ে থেকেই আগুনের লেলিহান শিখা দেখতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি দুটি ঘর জ্বলছে। কিছুক্ষণের মধ্যেই আগুন আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। আমরা স্থানীয়রা মিলে জানালা ভেঙে পাইপ দিয়ে পানি ছিটিয়ে কিছু ঘর রক্ষা করতে সক্ষম হই।”

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।”

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা রাতারাতি নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। স্থানীয়রা জানান, অবিলম্বে তাদের পুনর্বাসনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়