রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
রেদওয়ান আহমেদ জাকির ও আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন হাওলাদার (ঘোড়া) ৬ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর (নৌকা) ৪ হাজার ৮শ’ ৪১ ভোট পেয়েছেন। এছাড়াও অপর চেয়ারম্যান প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ শরিফুল ইসলাম সুজন (হাতপাখা) পেয়েছেন ১হাজার ৩শ ৬৪ ভোট।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে শহীদ মিয়াজী (মোরগ) ৮শ’ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মানিক মিয়া (তালা) পেয়েছেন ৬শ’ ৯৭ ভোট। ২নং ওয়ার্ডে তাপস চন্দ্র সরকার (ফুটবল) ৮শ’ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অঞ্জন সরকার (তালা) পেয়েছেন ৪শ’ ৬৪ ভোট। ৩নং ওয়ার্ডে জসিম উদ্দিন (ফুটবল) ৪শ’ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল (টিউবওয়েল) পেয়েছেন ২শ’ ৯৫ ভোট। ৪নং ওয়ার্ডে মোঃ আঃ মজিদ (ফুটবল) ৫শ’ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহসিন (মোরগ) পেয়েছেন ৪শ’ ৯৫ ভোট। ৫নং ওয়ার্ডে খোকন মিয়া (ফুটবল) ৬শ’ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন (তালা) পেয়েছেন ৫শ’ ৩১ ভোট। ৬নং ওয়ার্ডে মোঃ কাউসার মিয়া (ফুটবল) ৪শ’ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন (টিউবওয়েল) পেয়েছেন ৩শ’ ৬১ ভোট। ৭নং ওয়ার্ডে মোস্তফা খন্দকার (মোরগ) ৫শ’ ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (তালা) পেয়েছেন ৫শ’ ১ ভোট। ৮নং ওয়ার্ডে আঃ মতিন (তালা) ১হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মিয়া (মোরগ) পেয়েছেন ৮শ’ ৩৪ ভোট। ৯নং ওয়ার্ডে মোঃ শামীম মিয়া (তালা) ৩শ’ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিব উল্লাহ (মোরগ) পেয়েছেন ২শ’ ৩৭ ভোট।

সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২, ৩নং ওয়ার্ডে জোহরা বেগম (বই) ২ হাজার ৫শ’ ৩১ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যোৎ¯œা বেগম (কলম) ১ হাজার ২শ’ ৭৬ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪, ৫, ৬নং ওয়ার্ডে রোকেয়া বেগম (বই) ২ হাজার ১শ’ ৫২ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানু বেগম (মাইক) ১ হাজার ৫শ’ ৯০ ভোট পেয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ৭, ৮, ৯নং ওয়ার্ডে মিশু বেগম (মাইক) ২ হাজার ৯শ’ ৩১ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরিনা বেগম (কলম) ১ হাজার ৭শ’ ৫৪ ভোট পেয়েছেন।

এছাড়াও উপাদী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউসুফ হাজরা (মোরগ) ৫শ’ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল মিয়া (টিউবওয়েল) ৩শ’ ৫৯ ভোট পেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়