শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৭:৫৭

করোনা : একদিনে সর্বোচ্চ ২৪৭ মৃত্যু, শনাক্ত ১৫১৯২ জন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট

প্রাণঘাতি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সর্বোচ্চ ২৪৭ জন। যার মধ্যে পুরুষ ১৪১ ও নারী ১০৬ জন। এর আগে গত ১৯ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর রেকর্ড ছিল। গত ১ দিনে এ ভাইরাসটি নতুন করে সনাক্ত হয়েছে ১৫ হাজার ১শ' ৯২ জনের দেহে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

মৃত্যুর আরও তথ্য : এ নিয়ে দেশে করোনায় মোচ মারা গেলেন ১৯ হাজার ৫২১ জন। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১৩৭ জন, ৫০ থেকে ৬০ বছরের ৫৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩০ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন ও ১১ থেকে ২০ বছরের দুইজন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

সনাক্তের আরও তথ্য : রেকর্ড সংখ্যক নতুন সনাক্ত ১৫ হাজার ১শ' ৯২ জন হওয়ায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৭২ শতাংশ।

সুস্থতার তথ্য : গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। মোট সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ।

বিভাগ ওয়ারি মৃত্যু : মৃত ২৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭২ জন, চট্টগ্রাম বিভাগের ৬১ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৪৬ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ৫ জন।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা : স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এক দিনে সর্বোচ্চ নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। উল্লেখিত সময়ে নমুনা সংগৃহীত হয়েছে ৫৩ হাজার ৩১৬টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৫০ হাজার ৯৫২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ লাখ ৬ হাজার ২৩৩টি।

আজ ২৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়