প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
খুব শীঘ্রই চাঁদপুর আধুনিক নৌবন্দরের কাজ শুরু হবে
চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, কোনো কাজ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মন্ত্রী-এমপি বা মেয়রের পক্ষে একা করা সম্ভব না। সবাই সমন্বিতভাবে সমস্যা সমাধানের জন্যে কাজ করতে হবে। তাহলে খুব সহজে সমস্যার সমাধান সম্ভব। চাঁদপুরের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে চলছে। খুব শীঘ্রই চাঁদপুর আধুনিক নদী বন্দরের কাজ শুরু হবে। ফরিদগঞ্জের সাথে রামপুর ইউনিয়নের যোগাযোগের নতুন মাইলফলক ভাষাবীর এমএ ওয়াদুদ সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হয়ে এটিও সহসা উদ্বোধন হবে। এছাড়া বিদ্যুতের সাব-স্টেশন ও সার্কিট ব্রেকার সমস্যারও নিরসন হবে। শিক্ষামন্ত্রী ১২ জুলাই মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
|আরো খবর
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপ্রধানে সভার শুরুতেই জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন সারোয়ার। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ.কে.এম. মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ. ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান। এছাড়া কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনার কারণে অনেক কিছুই থমকে গিয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাফল্যের সাথে সেই ধাক্কা সামলে আমরা এগিয়ে যাচ্ছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদনে কিছুটা সমস্যার তৈরি হয়েছে। সেজন্যে কিছুটা লোডশেডিং হবে। সেই লোডশেডিং যেনো মানুষের বিরক্তের কারণ না হয় এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে খেয়াল রাখার অনুরোধ করে সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয় করতে যার যার অবস্থানে থেকে সহযোগিতা কামনা করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে আমার মন্ত্রণালয়ের বিরুদ্ধে নতুন শিক্ষাক্রম নিয়ে একটা অপপ্রচার চালানো হচ্ছে যে, ধর্মীয় শিক্ষা বাদ দেয়া হয়েছে। এটা একেবারেই সঠিক নয়। এ ধরনের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।
ডাঃ দীপু মনি বলেন, আমাদের চাঁদপুরকে ভালো রাখার জন্যে সবারই কাজ করার সদিচ্ছা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বিগত মাসের চেয়ে বিভিন্ন অপরাধপ্রবণতা অনেকটা কমে এসেছে। আইনশৃঙ্খলা আরো স্বাভাবিক যেনো থাকে তা বজায় রাখতে হবে।
তিনি বলেন, আলাপ-আলোলোচনায় আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরি। তারপর সেটা বাস্তবায়ন করার সেই জায়গায় জেলা প্রশাসকের নেতৃত্বে চাঁদপুরের সমস্যাগুলো সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে সমাধান হবে। সেখানে আমার পরিপূর্ণ সহযোগিতা থাকবে।
তিনি বলেন, এলাকার মানুষের কাছে আমারও অঙ্গীকার রয়েছে। সংশ্লিøষ্ট সংস্থাকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাড়াতে হবে এবং চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সেজন্যে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
তিনি পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব অনুষ্ঠান চাঁদপুরে চমৎকার আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিধিনিষেধ মেনে সকলকে মাস্ক ব্যবহার করার নির্দেশনা প্রদান করেন।
সভায় উন্মুক্ত আলোচনায় মাদকদ্রব্যের ব্যবহার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, চাঁদপুর শহরের যানজট নিরসনে নানাবিধ করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হয়। এছাড়া খালগুলো রক্ষা, বিষ্ণুপুর দামোদরদীতে নদী ভাঙ্গন, সফরমালিতে গরুর বাজার, মতলব সড়কের প্রতিবন্ধকতা, মুন্সিরহাট বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের উপর আলোচনা হয় ।