প্রকাশ : ০২ মে ২০২২, ১৯:৪৪
আকাশে ঈদের চাঁদ দেখা গেছে : কাল ঈদ

চাঁদপুরের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (৩ মে) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
|আরো খবর
সোমবার ৩০ রমজানের ইফতার শেষে প্রাণ মুসল্লিগণ মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যায়। অজুখানা যাবার আগে অনেকে ছাদে উঠে চাঁদ দেখার জন্য।
চাঁদপুর শহরের পুরান বাজার ৫নং ফেরিঘাট মোহাম্মদীয়া জামে মসজিদের মুসল্লি স্থানীয় জনতা ইলেকট্রিকের মালিক মোহাম্মদ আলী ও পুরানবাজার শ্রম ও কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা হযরত আলী জানান, মাগরিব নামাজের পূর্ব মুহূর্তে মসজিদের ছাদে উঠে পশ্চিম কোনে নজর রাখতে খুব সরু আকারে ঈদের চাঁদ দেখতে পেয়েছেন।তখন সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট।
এই চাঁদ দেখার মধ্যে দিয়ে বাংলাদেশে মঙ্গলবার ঈদ উদযাপন চূড়ান্ত হলো।
ঈদের প্রধান নামাজের জামাত পৌর ঈদগাহ ও পুরান বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।