প্রকাশ : ০১ মে ২০২২, ০০:০০
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ সোমবার
সৌদি আরবের আকাশে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে আজ রোববার দেশটিতে শেষ রমজান পালিত হবে। ৩০ রোজা শেষে আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতর উদ্যাপন করবে সৌদি আরববাসী। সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।
|আরো খবর
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। তাদের আগেই সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া সোমবার ঈদুল ফিতর উদ্যাপনের ঘোষণা দিয়েছে।