প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ১৪:১২
চাঁদপুরে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল পালিত
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ সোমবার সারা দেশের সাথে একযোগে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। সরজমিনে দেখা যায়,সকাল ৬টা থেকে নেতা-কর্মীরা হরতালের সমর্থনে শহরে অবস্থান নেয়।সকাল টানা সাড়ে ৯টা পর্যন্ত শহরের শপথ চত্বর, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, জেএম সেনগুপ্ত সড়ক, নতুনবাজার মোড়, হাজী মহসিন রোডসহ অন্যান্য স্থানে মিছিল সহকারে পিকেটিং করে। এ সময় অনেক যানবাহন আটকে দেয়া হয়।হরতালের কারনে সকাল থেকে সড়কে সীমিত যানবাহন চলাচল করেছে।বাস লঞ্চ চলাচল করলেও যাত্রী ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল বাড়তে থাকে। শপথ চত্বর পুলিশবক্স, বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিল পুলিশ।
|আরো খবর
হরতাল পিকেটিং সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমরেড আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ চাঁদপুর জেলা সদস্য কমরেড দীপালি রানী দাস, জেলা বাসদ (মার্কজেসবাদী) সদস্য জিএম বাদশা,জেলা বাসদ ( মার্কসবাদী) নেতা রহিমা আক্তার কলি, সদর উপজেলা যুব ইউনিয়নের নেতা প্রিন্স কর অমিত বাম গণতান্ত্রিক জোট চাঁদপুরের সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন জানান, ভোজ্যতেল চালডাল পেঁয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে আমাদের এ হরতাল কর্মসূচি।