প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ১৯:১৬
যথাযোগ্য মর্যাদায় শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
উপজেলা প্রশাসন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত। ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু মুরালে পুষ্প অর্পণ করা হয়। সকাল ৮.৩০শ্রীনগর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ। কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার বিতরণ। দুপুরে বিনামূল্যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন করা হয় শ্রীনগরের দুটি সিনেমা হলে । লেডিস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকার ।বাদ জোহর বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত ও দোয়া মাহফিল। দুপুরে হাসপাতাল এতিমখানা ও সরকারি শিশু সদন উন্নতমানের খাবার বিতরণ। বিকেলে স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট।,সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।