সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ১০:২২

উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিমল চৌধুরী
উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে চাদঁপুরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আনন্দঘন পরিবেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেনীপেশার মানুষ গভীর শ্রদ্ধার সাথে বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন।

দিবসটি উদযাপনে জাতির জনক বঙ্গবন্ধুসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনির পক্ষে নেত্রীবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনীতিক নেত্রীবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামাজিক, সাংস্কৃতিক নেতৃন্দবৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধার সাথে শহরস্থ অঙ্গীকারের পাদদেশে অত্যন্ত সু শৃঙ্খলভাবে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে চাঁদপুর স্টেডিয়ামে প্যারেড অনুষ্ঠানে সকাল ৮ টা ৩৫ মিনিটে সকল শ্রেনী পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫১ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।

পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ বদরুন নাহার চৌধুরীকে সাথে নিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ান জেলা প্রশাসক।

পরে জেলা প্রশাসকসহ পুলিশ সুপার জেলা পুলিশের চৌকসদলসহ বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বিভিন্ন মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন।

জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা আর জাতীয় চার নেতাসহ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন ১৯৪৭ সাল থেকেই শুরু হয় বাঙ্গালী জাতির উপর শোষন, নির্যাতন, করা হয় তাদেরকে অধিকার বঞ্চিত। সেই বঞ্চনা থেকেই বাঙ্গালী হৃদয়ে জেগে উঠে মুক্তি পাওয়ার স্বপ্ন। ২৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু কঠিন নেতৃত্বে আর লক্ষ, লক্ষ বীর মুক্তিযোদ্ধাদের আত্বত্যাগে রচিত হয় পৃথিবীর বুকে লাল সবুজের পতাকা। আমরা লাভ করি স্বাধীন বাংলাদেশ। বহু আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। আজকের এদিনটি বাঙ্গালী জাতির কাছে একটি কাঙ্গিত ও গৌরবের দিন।

এদিনটিকে আমরা গভীরভাবে স্মরন করি। বাঙ্গালী জাতির আশা পুরনে যে স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বপ্ন পুরনের লক্ষ নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই সন্তান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশ গড়ার প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়