রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ১৪:৪০

২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিট ব্ল্যাকআউট

অনলাইন ডেস্ক
২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিট ব্ল্যাকআউট

গণহত্যা দিবসে আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরী স্থাপনাসমূহ এ কর্মসূচীর আওতামুক্ত থাকবে। একইসঙ্গে ওই রাতে সব সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবন ও স্থাপনাসমূহে কোন আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচী বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার এক সরকারী তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এসব কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে গত কয়েক বছর ধরে সারাদেশে এই প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হয়ে আসছে। জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের জন্য দিবসটিকে ‘ক’ শ্রেণীভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়