প্রকাশ : ১১ মার্চ ২০২২, ১৪:২১
২৮ মার্চ হরতালের ডাক বামজোটের

আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। চাল-ডাল-তেল-আটাসহ দেশব্যাপী নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়। ঐদিন সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হবে।
|আরো খবর
আজ ১১ মার্চ শুক্রবার সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাম সংগঠনগুলোর নেতারা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ নিদারুণ অর্থ ও খাদ্য সংকটে আছে। এমতাবস্থায় হরতালের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।