প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৩
হাইমচরে বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু পাখি হত্যা
চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু পাখি হত্যা করা হয়েছে। জানা গেছে, ঘুঘু পাখি সয়াবিনের বীজ খেয়ে ফেলে, তাই জমির মালিক জমিতে বিষ প্রয়োগ করার কারনে পাখিগুলোকে মারা যায়।
|আরো খবর
শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই ঘটনাটি ঘটেছে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এক কৃষকের জমিতে। একসঙ্গে এতগুলো ঘুঘু পাখির মৃত্যুর দৃশ্য দেখে স্থানীয় লোকজনও হতবাক। স্থানীয় বাসিন্দা নুরে আলম জিকু সরদার বলেন, এমনিতেই ঘুঘু পাখি বিলুপ্তির পথে। গ্রামাঞ্চলের এই খেত-খামারে ধান, চাল, গম, ডাল, সয়াবিন চাষকালে ঘুঘুসহ নানা ধরনের পাখির আনাগোনা দেখা যেত। এখন এসব পাখি আগের মতো আর দেখা যায় না।
তিনি বলেন, সয়াবিন খেতে কিছু ঘুঘু পাখি খেতে এসেছিল, সেগুলোও বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। বিষয়টি কৃষি বিভাগসহ প্রশাসনের দেখা প্রয়োজন। তবে এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত কৃষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দ্বেবব্রত সরকার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখান থেকে ৩২টি মৃত পাখি উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে। ওই খেতে ফুরাডন নামে একটি ওষুধ প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, বিষ প্রয়োগ করে ঘুঘু পাখিসহ যে কোনো পাখি হত্যা করা কেবল মারাত্মক অপরাধই নয়, এটি পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর।