বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ১৩:০৩

ফেসবুকে উস্কানিমূলক পোস্টের কারণে যুবলীগ নেতা আটক

কামরুজ্জামান টুটুল
ফেসবুকে উস্কানিমূলক পোস্টের কারণে যুবলীগ নেতা আটক

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার কারনে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমর মুন্সীকে আটক করেছে পুলিশ। অমর মুন্সী (২৮) নামের এই যুবলীগ নেতা হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের কাজিরখিল গ্রামের লোকমান মুন্সীর ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের যুবলীগের সাংগাঠনিক সম্পাদক অমর মুন্সী। ৩০ অক্টোবর শনিবার তিনি তার নিজের ফেসবুকে গত ১৩ অক্টোরব হাজীগঞ্জের পূজা মন্দিরে ভাংচুরে ঘটনায় নিহতের পক্ষে ও প্রশাসনের বিপক্ষে একটি পোস্ট দেন। সেই পোস্টের সূত্র ধরে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীনলীগর সাধারণ সম্পাদক ও সম্ভাব্য নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মজিবুর রহমান জানান, ১৯ সালে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের সরকারি চাকুরী হয়ে যাওয়ার কারনে অমর মুন্সীকে সাংগঠনিক সম্পাদক পদে দেয়া হয়। অপর এক প্রশ্নে মজিবুর রহমান বলেন, সে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলো।

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আহসান হাবীব জানান,  সে যুবলীগের লোক হলে এভাবে সরকারের বিরুদ্ধে পোষ্ট দেয় কিভাবে আর কেউ কেউ দল ভারী করার জন্য তাকে আওয়ামী লীগে এনেছে। 

অমর মুন্সীকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আটককৃত ব্যক্তির দেয়া পোষ্টগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়