শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৯:১৩

চিরনিদ্রা শায়িত হলেন গরিবের আইনজীবী আবদুল বাসেত মজুমদার

তাপস চন্দ্র সরকার
চিরনিদ্রা শায়িত হলেন গরিবের আইনজীবী আবদুল বাসেত মজুমদার

২৭ অক্টোবর বুধবার কুমিল্লার লালমাই উপজেলাধীন শানিচৌ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রা শায়িত হলেন বাংলাদেশ বার কাউন্সিলের এক্স ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি গরীবের আইনজীবী হিসেবে খ্যাত আবদুল বাসেত মজুমদার।

উল্লেখ যে, ২৭ অক্টোবর বুধবার সকাল সোয়া ৮ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে প্রথম জানাজা দুপুর ২টায় ঢাকা বনানী। এরপর হেলিকপ্টর যোগে বিকেল পৌনে ৫ টায় হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ মাঠে অবতরণের পর উৎসুক জনতা ভিড় জমায় হরিশ্চর স্কুল মাঠে। এরপর ২য় জানাজা বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ী কুমিল্লা লালমাই উপজেলাধীন শানিচৌ প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এ সময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে- দুই মেয়ে, নাতী-নাতনী, পুত্রবধূসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে গোটা আইনজীবী সমাজে নেমে আসে শোকের ছায়া। এ তথ্য নিশ্চিত করেছেন- তাঁর ছেলে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সাঈদ আহমেদ রাজা। সাঈদ আহমেদ রাজা জানান- আমার বাবার অসুস্থতা বাড়ায় তাকে গত ২৩ অক্টোবর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। জানা যায়- আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১লা জানুয়ারি কুমিল্লার লাকসাম হালে সদর দক্ষিণ উপজেলাধীন শানিচৌ গ্রামে।

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরই মধ্যে তিনি তার আইনজীবী পেশায় ৫৪ বছর অতিক্রম করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়