শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ০০:০০

মা ইলিশ রক্ষা অভিযানের ২০তম দিন

২৪ লাখ টাকার জাল জব্দসহ ১৪ জেলে আটক

২৪ লাখ টাকার জাল জব্দসহ ১৪ জেলে আটক
স্টাফ রিপোর্টার ॥

মা ইলিশ রক্ষা অভিযানের ২০তম দিনে পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার জাল জব্দসহ ১৪ জেলেকে আটক পূর্বক জেল দেয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে নদীতে অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বাইশ দিনব্যাপী অব্যাহত থাকবে জাতীয় সম্পদ ইলিশ রক্ষার এ অভিযান। অভিযানের ধারাবাহিকতায় গতকাল ২৩ অক্টোবর শনিবার পদ্মা-মেঘনায় ১২টি অভিযান ও ৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চালিয়ে ১.২১০ লাখ মিটার দৈর্ঘ্যরে জাল আটক করা হয়। যার মূল্য প্রায় ২৪ লাখ টাকার অধিক। এ সময় চাঁদপুর সদর উপজেলার ১৪ জন অসাধু জেলেকে আটক পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে জেলা মৎস্য অধিদপ্তর চাঁদপুর সদরের ৭ জেলে, হাইমচর উপজেলার ২ জেলে ও মতলব উত্তর উপজেলার ১ জেলের বিরুদ্ধে মোট ১০টি মামলা দায়ের করেছে বলে জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়। এদিন চাঁদপুর সদরে ৩টি, হাইমচরে ২টি, মতলব উত্তরে ২টি, মতলব দক্ষিণে ২টি, হাজীগঞ্জে ১টি, ফরিদগঞ্জে ২টিসহ মোট ১২টি অভিযান পরিচালিত হয়। এছাড়া এদিন চাঁদপুর সদরে ৬, হাইমচরে ১, মতলব দক্ষিণ উপজেলায় ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালীন সময়ে এসব স্থান থেকে ০.০৫০০০ মেঃ টন ইলিশ জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়