শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ২০:৩০

হাইমচরে কোস্টগার্ডের অভিযানে ৫০ হাজার মিটার জালসহ নৌকা জব্দ

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে কোস্টগার্ডের অভিযানে ৫০ হাজার মিটার জালসহ নৌকা জব্দ

চাঁদপুর হাইমচরের মেঘনায় কোস্টগার্ডের মা ইলিশ রক্ষা অভিযানের ৬ষ্ঠ দিনে ৫০ হাজার মিটার জালসহ ২টি নৌকা জব্দ করা হয়েছে। ৯ অক্টোবর শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন হাইমচর কোস্টগার্ড।

হাইমচর কোস্টগার্ড সূত্রে জানা যায়, কোষ্টগার্ড সিসি মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে গাজিপুর, নীলকমল, হাইমচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন হাইমচর কোস্টগার্ড কর্মকর্তাবৃন্দ। অভিযান চলাকালীন সময়ে মেঘনায় ইলিশ নিধনকালে অসাধু জেলেদের ধাওয়া করলে জেলেরা জাল ও নৌকা রেখে পালিয়ে যায়। ঐখান থেকে ২টি নৌকাসহ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী সজিব দাসসহ কোস্টগার্ডের কর্মকর্তাবৃন্দ।

কোস্টগার্ড সিসি মোঃ শাহাদাত হোসেন জানান, মেঘনায় অভিযান পরিচালনা করে আমরা ২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়েছে। নৌকা দুটি জব্দ করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়