মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:১৯

রেলওয়ে হকার্স মার্কেটে চরম বিশৃঙ্খল অবস্থা!

দোকানদাররা মানছে না নিয়মকানুন

স্টাফ রিপোর্টার
দোকানদাররা মানছে না নিয়মকানুন

চাঁদপুর শহরে সব শ্রেণীর ক্রেতার জন্য উপযোগী বৃহৎ বিপণী বিতান রেলওয়ে হকার্স মার্কেট। চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড় থেকে এসবি খাল পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা সড়কের দক্ষিণ পাশে এবং চাঁদপুর কোর্ট স্টেশনের উত্তর পাশে এ মার্কেটটির অবস্থান। এখানে তিন শতাধিক দোকান রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করার জন্য এই মার্কেটে ভিড় করে। কিন্তু মার্কেটের ভেতরের গলিগুলোতে দোকানদারদের রাখা পণ্যের কারণে হাঁটাচলা প্রায় দুষ্কর হয়ে পড়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, রেলওয়ে হকার্স মার্কেটটি বহু গলিতে বিভক্ত। গলিগুলোতে আগত ক্রেতাদের হাঁটাচলার জন্য মাত্র ৫/৬ ফুট জায়গা। কিন্তু দোকানদারেরা ক্রেতাদের আকর্ষণ করার জন্য তাদের পণ্যগুলো দোকানের বাইরে গলিতে সাজিয়ে রাখে। যার কারণে ক্রেতাদের হাঁটাচলার জন্য খুবই বেগ পেতে হয়। সঙ্কীর্ণ গলিতে চলাচলরত অবস্থায় অসাবধানতাবশত কোনো পণ্য নষ্ট হলে দোকানিরা ক্রেতার সাথে অশোভন আচরণ করে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন ক্রেতা ও সচেতন মানুষের সাথে কথা বললে তারা অভিমত প্রকাশ করেন যে, হকার্স মার্কেটের এ রকম পরিস্থিতি খুব দ্রুত সমাধান করার জন্য মার্কেটের কমিটি বা প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করা উচিত।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়