বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৫:৪০

পুরাণবাজারে ধর্মীয় অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও শান্তি বজায় রাখার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি।।
পুরাণবাজারে ধর্মীয় অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও শান্তি বজায় রাখার আহ্বান

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় সংঘটিত ধর্মীয় অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মহান আল্লাহ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত।

বিবৃতিতে সংগঠন জানায় “আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই যেন অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়। তবে একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। কেউ যেন কোনো উস্কানি বা গুজবে কান না দেয়। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের ঈমানি দায়িত্ব।”

বিবৃতিতে আরও বলা হয়, “ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাধারণ জনগণের ওপর ধাওয়া, লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনায় বহু মানুষ আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন—আমরা এর তীব্র নিন্দা জানাই। নিরীহ জনগণের ওপর এমন সহিংসতা অমানবিক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের উচিত ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা।”

খেলাফত মজলিসের নেতৃবৃন্দ প্রশাসনের পদক্ষেপের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “চাঁদপুরের ধর্মপ্রাণ মানুষ সবসময় শান্তিপ্রিয়। কেউ যেন এই ঘটনার সুযোগ নিয়ে সম্প্রীতি নষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়