মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৫

চাঁদপুরে রাসুল (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে এক হিন্দু যুবক আটক

বিক্ষুব্ধ মুসলিম জনতার উত্তেজনা, পুলিশসহ আহত ১০

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে রাসুল (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে এক হিন্দু যুবক আটক

চাঁদপুর শহরের পুরাণবাজারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে কটূক্তি করার অভিযোগে জয় বর্মণ (১৮) নামে এক তরুনকে আটক করেছে যৌথবাহিনী। বিক্ষুব্ধ মুসলিম জনতার ব্যারিকেট থেকে উদ্ধার করেছে যৌথবাহিনী । সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাত ১১টায় পুরাণবাজার নিতাইগঞ্জ কার্তিক সাহার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় চরম উত্তেজনাকর পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতার ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও লাঠিচার্জে যৌথবাহিনীর সদস্যসহ ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে।

আটক জয় বর্মন পুরাণবাজার এলাকার সুতা ও জাল ব্যবসায়ী শ্রী রূপ বর্মনের ছেলে এবং নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহান আল্লাহ এবং রাসূল (সা:)কে কটুক্তিকরী হিন্দু যুবক জয়কে আটক করে কঠোর প্রহরায় নিয়ে যাবার সময় বিক্ষুব্ধ জনতা তার উপর হামলার চেষ্টা করে। এ সময় পুলিশসহ যৌথবাহিনী বিক্ষুব্ধদের নিভৃত করার চেষ্টা করে।

একপর্যায়ে নিতাইগঞ্জ ফায়ার সার্ভিস মোড়, মধুসূদন স্কুল সড়ক, পলাশের মোড় ও লোহারপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তারা যৌথ বাহিনীর উপর চড়াও হয় এবং বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এমন মারমুখী পরিস্থিতির মধ্যেও পুলিশসহ যৌথ বাহিনী অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টায় পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়