সোমবার, ১৯ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ২০:৩৪

প্রতারণা মামলায় ব্রিকফিল্ডের মালিকসহ তিন জনকে জেলহাজতে প্রেরণ

ইয়াসিন আরাফাত
প্রতারণা মামলায় ব্রিকফিল্ডের মালিকসহ তিন জনকে জেলহাজতে প্রেরণ

আদালত প্রতিবেদক# প্রতারণা মামলায় হাজীগঞ্জের ঝিগঝাগ ব্রিকফিল্ডের মালিকসহ তিনজনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। এরা হলেন মোঃ মহিন উদ্দিন ,মোঃ আব্দুল কুদ্দুস ও মোঃ খোরশেদ আলম।

রোববার চাঁদপুর আমলী আদালত হাজীগঞ্জে এই তিন আসামি আদালতের সমন পেয়ে আদালতে আসেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে আসামিরা স্ব-শরীরে উপস্থিত হয়েছিলেন।

মামলার বাদী ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, ব্রিক ফিল্ড এর মালিক ও ম্যানেজারের নিকট ২০১৬ সালের ১১ নভেম্বর ১০ হাজার ইট খরিদ করার জন্য নগদ টাকা প্রদান করেছিলেন। ২০১৭ সালে তারা ২০০০ প্রদান করলেও পরবর্তীতে আর কোনো ইট প্রদান করেননি। বাদী তাদের কাছে বেশ কয়েকবার গিয়ে এর কোনো প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন।

বাদি জানান পরবর্তীতে আদালত ঘটনার তদন্তের জন্য হাজিগঞ্জ থানা পুলিশকে দায়িত্ব দেয়। হাজিগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা জেনে আদালতে প্রতিবেদন পাঠানোর পর আদালত আসামিদেরকে সমন জারি করেছিলেন। তিনি ৩১/০১/২০২১ সালে বাদী হয়ে আসামিদের নামে আমলী আদালত হাজীগঞ্জ মামলাটি দায়ের করেছিল ।যার নং ছিল-সি,আর ৪১/২০২১

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়