প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৭
শ্রীমঙ্গলে সাজা ও একাধিক পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাজা ও একাধিক পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মহিবুর রহমান ও এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পালের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে সিআর ১০৩/২২ (কোতেয়ালী), সিআর ২৫৯/২১ (শ্রীমঙ্গল), সিআর ৫০৯/২২ (শ্রীমঙ্গল) এবং সিআর ৩৫৬/২১ (শ্রীমঙ্গল)-এর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে ও চেকে বর্ণিত ৪ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি উপজেলার রাধানগর গ্রামের ভুগুনাথ ভরের ছেলে সঞ্জয় ভর ও সিআর ৪৬৭/২৫ (শ্রীমঙ্গল)-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহী গ্রামের লাল মিয়ার ছেলে জামাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।