শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২১:০৬

বিপণীবাগ বাজারে ক্রেতাকে শারীরিক নির্যাতনের অভিযোগে মাংস দোকানিসহ আটক ৩

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বিপণীবাগ বাজারে ক্রেতাকে শারীরিক নির্যাতনের অভিযোগে মাংস দোকানিসহ আটক ৩

চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারের মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্রেতাদের অভিযোগ দীর্ঘদিনের। প্রায়ই বাজারের মাংস ব্যবসায়ীদের হাতে ক্রেতারা লাঞ্ছিত হওয়ার অভিযোগের কথা শোনা যায়। তেমনি বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বাজারে গরুর মাংস ক্রয় করতে যাওয়া নারী ও পুরুষ ক্রেতা (আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরিরত) মাংসর দোকানি সাগরের সাথে গরুর মাংস ক্রয় করার জন্যে মূল্য নির্ধারণ করেন। সেই নির্ধারিত মূল্যে দুই ক্রেতা মাংসের অর্ডার দেন। শুধু তাই নয়, নির্ধারিত অর্ডারের টাকাও পরিশোধ করেন। পরে দোকানি মাংস প্যাকেট করে দেয়ার সময় 'গোশতের মধ্যে হাড্ডি বেশি' এমন কথা বললে সাগর উত্তেজিত হয়ে নারী ও পুরুষ ওই দু ক্রেতার সাথে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে সাগর ও দোকানের কর্মচারীরা এ দু ক্রেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে বাজারের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীদের সহায়তায় বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হয়। কিন্তু ক্রেতারা এর ফাঁকে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়াকে বিষয়টি অবহিত করেন। পরে এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংসের দোকানি সাগর, সোহাগ ও সোহেলকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসেন। আটক তিন মাংসের দোকানি চাঁদপুর শহরের মধ্য শ্রীরামদী এলাকার বাসিন্দা বলে জানা যায়। বিষয়টি সমাধান করে মাংস ব্যবসায়ীদের থানা থেকে ছাড়িয়ে আনতে একটি মহল গভীর রাত পর্যন্ত তদবির করেও ব্যর্থ হয়।

শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দুপুরে আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আদালতে প্রেরণ করে।

উল্লেখ্য, বিপণীবাগ বাজারের মাংসের ব্যবসায়ীসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রেতাদের সাথে নানা ধরনের রুঢ় আচরণের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু এদের বিরুদ্ধে নানা কারণে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থাগ্রহণে গড়িমসি বা এড়িয়ে চলার অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়