মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৭

ক্লিন চাঁদপুর-এর পক্ষ থেকে আদালত চত্বরের বিভিন্ন স্থানে সংস্কার

আদালত প্রতিবেদক।।
ক্লিন চাঁদপুর-এর পক্ষ থেকে আদালত চত্বরের বিভিন্ন স্থানে সংস্কার

ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে চাঁদপুর আদালত চত্বর এলাকার বিভিন্ন স্থানে সংস্কার করা হয়েছে। গত ক'দিনের বৃষ্টিতে আদালত চত্বর এলাকার বিভিন্ন স্থানে পানি জমে যায় এবং চলাচলে বিঘ্ন ঘটে। এতে করে বিচারপ্রার্থী ও সাধারণ জনগণের চলাচল করতে খুব কষ্ট হয়। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা জজ আদালত চত্বর এলাকায় ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে বালুবোঝাই বস্তা, ইট ও সুরকি ফেলেন। এতে করে যে সমস্ত স্থানে পানি জমে রয়েছে সে স্থানগুলো দিয়ে বিচারক ও সাধারণ জনগণ অনায়াসে চলাচল করতে পারবে।

ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে সংগঠনের পক্ষ থেকে সেবামূলক এই কাজটি করে যাচ্ছি। বৃষ্টির পানি বিভিন্ন স্থানে আটকে রয়েছে। এতে করে আইনজীবীসহ সকলের চলাচলে অনেক কষ্ট হয়। সকলের সুবিধার জন্যে এই ব্যবস্থা করে দেওয়া।

আকাশসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়