রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪

৩ ফুট জমির জন্যে বারবার প্রবাসীর পরিবারের ওপর হামলা!

কামরুজ্জামান টুটুল
৩ ফুট জমির জন্যে বারবার প্রবাসীর পরিবারের ওপর হামলা!

হাজীগঞ্জের ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামে আয়াত আলী বেপারী বাড়িতে মাত্র ৩ ফুট সম্পত্তির বিরোধ নিয়ে প্রবাসীর পরিবারের ওপর বারবার হামলার অভিযোগ উঠেছে। একই বাড়ির জয়নাল আবেদীন গং এই হামলা চালায় বলে ভুক্তভোগী মোস্তফা কামাল জানান। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাওয়া পায়নি। প্রভাবশালী প্রতিবেশী তারালিয়া গ্রামের মোহাম্মদ আলী এ ঘটনার নাটের গুরু বলে জানান ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী প্রবাসী মোস্তফা কামাল ও তার স্ত্রী রাবেয়া বেগম জানান, আমি কাতার প্রবাসে থাকি। আমার পরিবার একা বাড়িতে থাকে। ২০২০ সাল থেকে ৩ ফুট সম্পত্তি নিয়ে একই বাড়ির জয়নাল আবেদীন ও তার স্ত্রী ফারজানা বেগমসহ তাদের পরিবারের লোকজনের সাথে বিরোধ চলছে। এ নিয়ে কয়েকদিন পর পর আমার স্ত্রীর ওপর হামলা করে তারা। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সম্পত্তির দাবি নিয়ে আবারও হামলা করতে চাইলে জয়নাল গংয়ের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মোহাম্মদ আলী ত্রিপল নাইনে ফোন দিয়ে বাড়িতে পুলিশ এনে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করে ও হুমকি ধমকি দেয়।

মোস্তফা কামালের স্ত্রী রাবেয়া বেগম বলেন, এলাকার সালিসে দেবর আজহারুল ইসলাম শাহজাহানের কাছ থেকে পুকুর ঘাটের ৩ ফুট জায়গা চায়। এরপর থেকে এ আজহারুল ইসলাম শাহজাহানের যোগসাজেশে হামলা চালায় আমার উপর।

মোহাম্মদ আলীর দাপট খাটিয়ে প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে রাবেয়া বেগম বলেন, মোহাম্মদ আলী তার কাছ থেকে ৪০ হাজার টাকা ধার চায়। না দেয়ায় এখন অভিযুক্তের পক্ষ হয়ে মোহাম্মদ আলী থানা পুলিশ করছে।

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে তিনি আগামীকাল এসে দেখা করবেন বলে বিষয়টি এড়িয়ে যান।

মোহাম্মদ আলী বলেন, তাদের পারিবারিক বিষয়ে আমার কথা বলার কোনো যুক্তি নাই। বৃহস্পতিবার মারামারির পর নামাজ পড়তে গিয়ে দেখি এমন অবস্থা। পরে জয়নাল আবেদীনের বাবা আলী আশ্রাফ আমার ফোন থেকে ৯৯৯-এ কল দিয়েছে। এটাই আমার অপরাধ। আর টাকার বিষয়ে আমি জানি না। আমি নিজেই ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। ওনাদের কাছে টাকা চাইবো কেনো?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়