প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৪:০৬
কচুয়ায় দোকানের দেয়াল কেটে দুর্ধর্ষ চুরি

কচুয়া উপজেলার ডুমুরিয়া দিঘিরপাড় সংলগ্ন বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোরে দেয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দোকান থেকে নগদ ৪ লাখ টাকাসহ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান ভুক্তভোগী ।শনিবার (২৩ আগস্ট ২০২৫) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া দিঘিরপাড় বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে। রোববার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন দোকান মালিক শাহজালাল । এদিকে এ ঘটনা জানাজানির পর থেকেই এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
|আরো খবর
মো. শাহজালাল জানান, চোর আমাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে। পরিবারের একমাত্র আয়ের উৎস এ দোকান। প্রতিদিনের মতোই শনিবার রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে কচুয়া বাজারে যান তিনি। রোববার (২৪ আগস্ট ২০২৫) সকালে দোকানের তালা খুলে ভেতরে ঢুকতেই দেখেন সব এলোমেলো ও পেছনের দেয়াল কাটা। তিনি আরো বলেন, প্রায় ৩৫ বছর যাবৎ ব্যবসা করছি। আমার বাবা ও ভাই তিনজন মিলে দোকানটি পরিচালনা করে আসছি।
নগদ ৪ লাখ টাকাসহ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। স্থানীয় বাসিন্দা বাহালুল ও আলী আক্কাস জানান, প্রতিনিয়ত এলাকায় চুরির ঘটনা ঘটছে। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।