প্রকাশ : ১৮ মে ২০২৫, ২০:৫৯
যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর আটক

চাঁদপুর শহরকে অপরাধমুক্ত করতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এমন এক অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং একই সাথে তিন কিশোরকে আটক করা হয়।
রোববার (১৮ মে ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের প্রেসক্লাব ঘাট ও মুখার্জি ঘাট এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে তিন কিশোরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে : মেহেদী হাসান রাকিব (১৮) (পিতা-মৃত রুহুল আমিন, সাং-বিষ্ণুদী রোড, ১৫ নং ওয়ার্ড), আসিফ (১৮) (পিতা-মো. আলমগীর খান, সাং উত্তর ইচলী, ৯নং ওয়ার্ড) এবং শুভ শেখ (১৮) (পিতা-সেলিম শেখ, ইসলামপুর গাছতলা, বাগাদী)। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী উল্লেখিত স্থান থেকে ৪টি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল, কিরিচ ও ছুরি) উদ্ধার করা হয়।
আটককৃতদের বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, আটক তিন কিশোরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, চাঁদপুর শহরকে কিশোর অপরাধমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলাবাসীকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।